• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাদক সেবনের দায়ে বেরোবি`র দুই কর্মচারী আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মচারীকে মাদক সেবনের দায়ে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মনোয়ার হোসেন ও আতিক হাসান।

পুলিশ জানায়, সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় দমদমা ব্রিজের কাছে গাঁজা সেবনের সময় দুইজনকে আটক করা হয়। আটকরা নিজেদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে পরিচয় দেয়।

আটকের বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি বলেন, দুইজন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে বলে জেনেছি। তাদের বিরুদ্ধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, গাঁজা সেবনের সময় আতিক ও মনোয়ার নামে দুজনকে আটক করা হয়েছে। আটকদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –