• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রম শুরু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি কার্যক্রম শুরু                  
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। 

এদিকে সকাল ১১টায় বিভিন্ন অনুষদে যেয়ে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

এ সময় তার সাথে ছিলেন বিভিন্ন অনুষদের সম্মানিত ডীন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদসহ অন্যান্যরা। আজ বৃহস্পতিবার একইভাবে সকাল সাড়ে ৯টায় ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –