• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীরা https://acas.edu.bd/ তে ফলাফল পাবেন। এবার ১০ আগস্ট ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল। সে হিসেবে ভর্তি কমিটি নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল প্রকাশ করে।

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান বলেন, এ বছর ১৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ ও সর্বনিম্ন ৪৫। গত ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বনিম্ন ৬২ নম্বরে চান্স পেলেও এবারের প্রশ্ন আরও মানসম্মত হওয়ায় ৪৫ পেয়েই চান্স পেয়েছে শিক্ষার্থীরা।

গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার যাবতীয় দায়িত্বে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

চলতি বছর ৮টি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এর মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৫৪৮টি। সে হিসেবে কৃষি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়েছে ২৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –