• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কর্মী স্বল্পতায় ব্যর্থ ছাত্রদলের প্রতীকী অনশন 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশনে বসেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। তবে নির্ধারিত সময়ের আগেই তা শেষ করতে বাধ্য হন সংগঠনের নেতাকর্মীরা। 

জানা যায়, গতকাল মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে শহীদ মিনারে অনশনে বসেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা ৩টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ছিল। দুপুর ১২টার আগেই অনশন শেষ করে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব জানান, আমরা স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯ টা থেকে প্রতীকী অনশন শুরু করি। বিকেল ৩টা পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি ছিল। 

তবে পুলিশ আমাদের কোভিড পরিস্থিতির বিষয়ে অবগত করলে এক পর্যায়ে নির্ধারিত সময়ের আগেই অনশন গুটিয়ে নেয়া হয়। আমরা অনশন পৌনে ১২ টায় শেষ করে শহীদ মিনার ত্যাগ করি।

বাধা দেয়ার বিষয়টি সত্য নয় বলে পুলিশের শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কারণে আমরা তাদেরকে কর্মসূচি শেষ করতে অনুরোধ করি। তারা সেটি মেনে শেষ করে চলে যায়।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা অনশন কর্মসূচি করছিলাম। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির বিবেচনায় আমরা নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি শেষ করেছিলাম।

তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি শাখা ছাত্রদলের এক নেতা জানান, সন্তোষজনক নেতাকর্মী উপস্থিত না হওয়ায় এবং দলের মধ্যে চেইন অব কমান্ড না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই কর্মসূচি শেষ করতে বাধ্য হয়েছি। তবে পুলিশের বাধা দেয়ার বিষয়টি কোনো ইস্যু নয়। অজুহাত মাত্র। সাংগঠনিক ব্যর্থতার কারণেই কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ নেই। আর তাই নিজেদের ব্যর্থতা ঢাকতেই পুলিশের ওপর দায় চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনশন কর্মসূচিতে হাতেগোনা কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন হাফিজুর রহমান প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –