• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১  

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ। আগামী বছর দেশের বৃহত্তম এই সেতুতে যান চলাচল শুরু হলে দ্রুতই বদলে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকা।

দেশের যোগাযোগ ব্যবস্থায় আসবে ভিন্ন মাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় নিজস্ব অর্থায়নের প্রথম সফল মেগাপ্রকল্প 'পদ্মা সেতু' বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে গেছে এক অনন্য আত্মমর্যাদায়।

খরস্রোতা পদ্মার বুক চিরে দৃশ্যমান পদ্মাসেতু। ১০ই ডিসেম্বর ৪১তম স্প্যান বাসানোর মধ্যদিয়ে যুক্ত হয় পদ্মার দুই পাড়। বাস্তবে রূপ নেয় স্বপ্নের পদ্মসেতুর পুরো অবকাঠামো। কিন্তু নিজের টাকায় দেশের প্রথম কোনো বড় প্রকল্প বাস্তবায়নের পেছনের গল্পটা বেশ চ্যালেঞ্জিং।

এই প্রকল্পে যান চলাচল শুরু হলেই বদলে যাবে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা। যোগাযোগে হবে ভিন্ন মাত্রা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –