• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলবে না: ড. হাছান মাহমুদ     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব বিদেশি চ্যানেলের ক্লিনফিড ছিল না, সেসব চ্যানেল বন্ধ করা হয়েছে। আমরা এক্ষেত্রে শক্ত অবস্থানে আছি। ক্লিনফিড ছাড়া কোনো বিদেশি চ্যানেল চলবে না। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 

বিদেশি বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেল ও এজেন্টদের। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলংকা ও নেপালে বিদেশি চ্যানেলের ক্লিনফিড আছে। কিন্তু আমাদের দেশের এজেন্ট ও ক্যাবল অপারেটররা সেটা হতে দেয়নি।

তিনি আরো বলেন, ক্যাবল অপারেটররা ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজেশন করার কথা বলেছে। এটা যেন নির্ধারিত সময় থেকে হয় সেটা মনে করিয়ে দিলাম। ডিজিটালাইজেশন না করলে অনেক টেলিভিশন পে-চ্যানেল হতে পারছে না। এটা হলে দেশের লাভ হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –