• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

১ম মুসলিম নারী ফেডারেল জজ হচ্ছেন বাংলাদেশি-মার্কিনি নুসরাত       

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম নারী বিচারক হতে যাচ্ছেন বাংলাদেশি-মার্কিনি নুসরাত জাহান চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার নুসরাতসহ আট জনের মনোনয়নের অনুমোদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স ও ইউএসএ টুডে’র খবরে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত নুসরাত চৌধুরীকে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের জন্য মনোনীত করা হয়েছে। সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করে থাকে শতবর্ষের পুরোনো আইনি প্রতিষ্ঠান এসিএলইউ।

নুসরাত জাহান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত হলে তিনি মার্কিন ইতিহাসের দ্বিতীয় মুসলিম বিচারক হবেন।

এক বিবৃতিতে এসিএলইউ অব ইলিনয়’র নির্বাহী পরিচালক কলিন কনেল বলেছেন, বাংলাদেশি মার্কিনি, প্রথম নারী মুসলিম এবং দ্বিতীয় মুসলিম হিসেবে নুসরাত চৌধুরীর মনোনয়ন ফেডারেল আদালতের জন্য ঐতিহাসিক ঘটনা।’

নুসরাতের বাবা মরহুম ডা. নুরের আর. চৌধুরী যুক্তরাষ্ট্রের শিকাগোর সেইন্ট ম্যারি’স ন্যাজারেথ হসপিটালের নিউরোলজি বিভাগের প্রধান ছিলেন। নুসরাতের জন্মের আগেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাঁর বাবা-মা।

২০১২ সালে যুক্তরাষ্ট্রে বিয়ে করেন নুসরাত জাহান চৌধুরী। তাঁর স্বামী পেশায় একজন গ্রাফিক ডিজাইনার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –