• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

         

দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের জবাব পদ্মাসেতু: কৃষিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু তৈরির মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। 

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে  ‘প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  
 
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক বলেন, যেদিকে তাকাবেন শেখ হাসিনা নেতৃত্বের সরকারের উন্নয়ন আর উন্নয়ন। যা আগে কেউ কখনো ভাবেনি, তাই বাস্তব রূপ পেয়েছে এই সরকারের সুদৃঢ় ও শক্তিশালী নেতৃত্বের ফলে। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্নফুলী টানেলসহ দেশের নানান প্রান্তে প্রস্তুত হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশকে বদলে দেবে। 

কৃষিমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকেই যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছেন, তখনই দেশ-বিদেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র শেখ হাসিনার মোকাবিলা করেছেন। আগামী ২৫ জুন পদ্মাসেতুই সবচেয়ে বড় জবাব। বাঙালি জাতির অহংকার করার মতো আরো একটি বিষয় পদ্মাসেতুতে যুক্ত হলো। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে। 

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আপনারা সবাই অভিজ্ঞ। আপনাদের সবার অবদানেই আজ শেখ হাসিনা সরকার উন্নয়নের মহাসড়কে উঠতে পেরেছে। অতীতের ন্যায় এভাবেই সামনের দিনগুলোতে আপনারা সহযোগিতা করবেন।

আইইবি'র, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে  ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো.নূরুজ্জামান প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –