• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

লাফিয়ে বাড়ছে সোনার দাম, ভরি ছাড়াল সোয়া লাখ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

দেশের বাজারে সোনার দাম বেড়ে রেকর্ড করেছে। প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে এক হাজার ৫০৪ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ২৬ হাজার ৬ টাকায়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে, দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৫০২ টাকায় বিক্রি হয়েছে। গত বুধবার থেকে আজ পর্যন্ত এ দামে বিক্রি হয় সোনা।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৩৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ২৭ টাকা, নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ২৪১ টাকা।

এর আগে গত ২১ আগস্ট সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৩৭ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। আজ বৃহস্পতিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –