• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে আগুন ৬ জন নিহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩০-৩৫ জন।

রোববার স্থানীয় সময় ভোর ৪ টায় শহরের কেন্দ্রে বুলেভার্দ নর্থ এলাকায় অবস্থিত আলপাইন মোটেল অ্যাপার্টমেন্টসে এ ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিবৃতিতে শহরটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে।

আগুন লাগার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। সেখানে গিয়ে দমকলকর্মীরা দেখতে পান, আগুন থেকে বাঁচতে লোকজন ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়ছেন। ৪২ ইউনিট বিশিষ্ট ভবনটির জানালাগুলোর কাঠের কাঠামোর ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল তখন।

সংবাদ সংস্থা সিএনএন জানায়, ঘটনার সময় ভবনটিতে আনুমানিক ৭০ জন বসবাস করছিলেন। দমকলকর্মীরা ভেতরে ঢুকে মূলত একটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলতে দেখতে পান। একটি স্টোভ থেকে দুর্ঘটনাবশত আগুন লেগে পুরো ভবনে ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাস ভেগাস ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মুখপাত্র টিমোথি জিম্যানস্কি বলেন, ভবনের অধিবাসীদের কাছ থেকে অনুসন্ধানে জানা গেছে, আলপাইন মোটেলে কোনো হিটিং সিস্টেম নেই। তাই বসবাসকারীদের অনেকে অনেক সময় শীত থেকে বাঁচতে স্টোভ জ্বালিয়ে রেখে ঘর গরম করেন।

জিম্যানস্কি আরো জানান, আগুনটি একটি অ্যাপার্টমেন্টে থেকেই ছড়িয়েছে। এ ঘটনার প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সালের এমজিএম গ্র্যান্ড অগ্নিকাণ্ডের পর থেকে এই শহরটিতে আগুনের ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –