• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়ে গেল মার্কিন সেনারা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সেনাবাহিনী আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। জানা গেছে, দুই দশক ধরে তালেবানবিরোধী লড়াইয়ের কেন্দ্রে ছিল এই ঘাঁটি। 

সেই বাগরাম ঘাঁটি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।

প্রসঙ্গত, টুইন টাওয়ারে হামলার ২০ বছর পূর্ণ হবে ওইদিন। দুই দশক আগে টুইটন টাওয়ারে চালানো হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল। তার জেরে আফগানিস্তানে তালেবানদের উৎখাতে নামে যুক্তরাষ্ট্র।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –