• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ব্রাজিল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

করোনাভাইরাসের টিকা কেনার চুক্তিতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। এজন্য তার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাজিল।

স্থানীয় সময় শনিবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো শহরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। 

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে পাঁচ লক্ষাধিক মানুষ মারা যাওয়ার ঘটনায় জাইর বলসোনারের নীতিকেই দায়ী করছেন সাধারণ জনগণ।

ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে অবশ্য সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের।  করোনা প্রতিরোধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এবার ভারতের তৈরি করোনা টিকা কেনার ব্যাপারে চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে করে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। এমনকি সে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে জাইর বলসোনারোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –