• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মালয়েশিয়ার ক্ষমতায় ফিরতে চান নাজিব রাজাক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নিজের এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন তিনি। 

জানা গেছে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।

এদিকে দুর্নীতির দায়ে নাজিব রাজাকের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনএও) মালয়েশিয়ার ক্ষমতা থেকে তিন বছর আগে বিতাড়িত হয়। গত মাসে আবারো মালয়েশিয়ার ক্ষমতায় ফিরেছে দলটি।

এর আগে ২০১৮ সাল পর্যন্ত ৯ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব রাজাক। গত বছর দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ১২ বছর কারাদণ্ড হয় তার। 

অবশ্য অভিযোগ অস্বীকার করেঝেন তিনি। ওই রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে দণ্ড দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সেজন্য বিচারিক প্রক্রিয়ার তদন্ত দাবি করেছেন নাজিব রাজাক।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –