• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

দুই কোরিয়ার মধ্যে পুনরায় ‘হটলাইন’ চালুর প্রস্তাব উ. কোরিয়ার     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগের জন্য পুনরায় ‘হটলাইন’ চালুর প্রস্তাব দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে এবছর অগাস্টে হটলাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল উত্তর কোরিয়া।

এখন আবার সেটি চালু করতে ইচ্ছুক বলে উত্তর কোরিয়ার বার্ষিক পার্লামেন্ট সেশনে জানিয়েছেন নেতা কিম জং-উন।

এদিকে কিম অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি না বদলিয়েই তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পৃক্ততার কথা বলছে… কিন্তু তাদের এসব কথা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এসব কথা বলে যুক্তরাষ্ট্র তার বৈরী কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।”

উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের হটলাইন অক্টোবরের শুরুর দিকেই নতুন করে চালু করতে চান কিম জং-উন।

তবে তিনি বলেছেন, বিষয়টি নির্ভর করছে ‘দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের মনোভাবের ওপর’ এবং দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন শুরু হবে, নাকি ‘বর্তমান অবনতিশীল পরিস্থিতি’ বজায় থাকবে তার ওপর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –