• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২২  

তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্পে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে উঠেছে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে ছয় মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।  

এদিকে আবহাওয়া অফিস জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ছয় দশমিক আট কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।

তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।

২০১৬ সালের একটি ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক মানুষ মারা যায়। এছাড়া ১৯৯৯ সালের সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –