• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া                       
আসন্ন শীতের আগ দিয়ে জ্বালানি সংকটের কারণে ক্রমেই মন্দার দিকে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে সেখানে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে এশিয়ার দেশগুলোতে বাড়িয়েছে মস্কো। ইউক্রেন সংঘাত শুরুর আগে সমুদ্রপথে এশিয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল সরবরাহের পরিমাণ দুই-পঞ্চমাংশেরও কম ছিল। এখন যা বেড়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানির দুই-তৃতীয়াংশে উঠে গেছে।

রফতানি করা এসব জ্বালানির বেশির ভাগই চীন ও ভারতে সরবরাহ করা হচ্ছে। তবে বড় বড় চালান ভারত ও চীনে গেলেও ছোটখাটো চালান শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত লুফে নিচ্ছে।

১১ নভেম্বর পর্যন্ত রাশিয়া থেকে জ্বালানি পরিবহনের তথ্য বলছে, গত ২৮ দিনে চীন, ভারত ও তুরস্কে প্রতিদিন গড়ে ২ দশমিক ৩৯ মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে যে পণ্যবাহী জাহাজগুলো এখনো গন্তব্যে পৌঁছেনি, সেগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

একই সময়ে ইউরোপীয় দেশগুলোতে সমুদ্রপথে দৈনিক সাত লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করেছে রাশিয়া।

সূত্র: বিজনেস ইনসাইডার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –