• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের অপেক্ষা কতদূর?

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের অপেক্ষা কতদূর?               
নির্বাচনে কোনো দল এককভাবে সরকার গঠন করার মতো আসন পায়নি। ফলে সরকার ছাড়া দিন পার করছে মালয়েশিয়া। তবে মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ বলেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী বাছাই করতে তার আরো সময় প্রয়োজন।

এদিকে, মঙ্গলবার মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম ও সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে মুহিউদ্দিন বলেছেন, আনোয়ারের সঙ্গে সরকার গঠনে রাজার অনুরোধ তিনি প্রত্যাখান করেছেন। অন্যদিকে আনোয়ার ইব্রাহিম বলেছেন, কে সংখ্যাগরিষ্ঠকে কমান্ড করতে পারবে রাজা সেটা বোঝেন। সুতরাং তাকে সিদ্ধান্ত নিতে দিন। শনিবার মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২২২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিমের দল পাকাতান হারাপান (পিএইচ) জোট ৮২টি আসনে বিজয়ী হয়। আর সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের মালেভিত্তিক দল পেরিকাতান ন্যাসিনাল (পিএন) ৭৩টি আসনে জয় পেয়ে দ্বিতীয় হন।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফল শেষ পর্যন্ত ঝুলন্ত পার্লামেন্টে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় অন্য দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টায় শীর্ষ জোটগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –