• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে মোট ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রান্সে ইউক্রেনের রাষ্ট্রদূত শুক্রবার বিএফএম টেলিভিশনে এ কথা বলেছেন। 

রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেঙ্কো বলেছেন, আজকে পর্যন্ত, অনেক দেশ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে ৩২১টি ভারী ট্যাঙ্ক সরবরাহ করার জন্য তাদের চুক্তি নিশ্চিত করেছে। প্রত্যেক ক্ষেত্রে সরবরাহের শর্ত পরিবর্তিত হয় এবং আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই সাহায্যের প্রয়োজন।

কোন কোন দেশ পৃথকভাবে কতটি ট্যাঙ্ক দিচ্ছে সেই সংখ্যা প্রকাশ করেননি ওমেলচেঙ্কো।

ইউক্রেনকে বুধবার লিওপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে ১৪টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। একই দিন যুক্তরাষ্ট্রও তাদের অত্যাধুনিক ট্যাঙ্ক আব্রামস সরবরাহের ঘোষণা দিয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –