• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফের ভারতের ৬ রাজ্যে বাড়ছে করোনা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

কয়েক মাস স্থিতিশীল থাকার পর ভারতের ছয় রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই ছয় রাজ্যের সরকারকে।  চিঠিতে রাজ্যগুলোতে করোনা টেস্ট, চিকিৎসা, ট্র্যাকিং ও টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬২৩ জন। তার মধ্যে বুধবারই আক্রান্ত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।

গত বছর শীতের আগে থেকে ভারতে কমে আসছিল করোনা রোগীর সংখ্যা। গত ১২ নভেম্বর ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৭৩৪ জন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –