• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চুলের ধরন বুঝে পছন্দ করুন ‘হেয়ারকাট’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২২  

প্রতিবার পার্লারে চুল কাটতে যাওয়ার আগে অনেকের মনেই প্রশ্ন জাগে। একইরকম চুল কাটব, নাকি বদল করবে হেয়ারস্টাইল? দিনের পর দিন একইরকম হেয়ারস্টাইলে দেখতে ভালো লাগে না। আবার নতুন স্টাইলে চুল কাটলে মুখের সঙ্গে যদি না মানায়? 

নতুন স্টাইলে চুল কাটার পরও অনেকেই খুব একটা খুশি হয়ে উঠতে পারেন না৷ তার একটা কারণ, নিজের চুলের ধরন সম্পর্কে সচেতনতা না থাকা৷ ঠিক যেমন সব ধরনের হেয়ারকাট সব মুখের জন্য মানানসই নয়, তেমনি একটি বিশেষ হেয়ারকাট আপনার জন্য উপযোগী কিনা, তা নির্ভর করে চুলের ধরনের ওপর৷ 

চলুন আজ জেনে নেই, কোন ধরনের চুলে কী কাট মানানসই ৷ 

ঘন চুল
ঘন চুলে নানাধরনের স্টাইল করা সবচেয়ে সহজ৷ সামনের দিকে লম্বা লেয়ারের বব আর পিছনে একটু ছোট লেয়ারে বব করলে দেখতে স্মার্ট লাগবে৷ পানপাতা বা ডিম্বাকৃতি মুখে এ ধরনের হেয়ারকাট বেশ সুন্দর মানায়৷

পাতলা চুল
ব্লান্ট কাট পাতলা চুলের জন্য আদর্শ৷ এই কাটে চুলে একটা ঘনত্বের ভাব আসে৷ চুল ছোট করে কাটতে চাইলে ফেদারি লেয়ার করবেন না, তাতে খুব এলোমেলো দেখাবে৷ চুল লম্বা হলে তবেই লেয়ার করুন, তাতেও চুলে ভল্যুম আসবে৷

কোঁকড়ানো চুল
এই ধরনের চুলের যত্ন নেওয়া বা ঠিকঠাক শেপে কাটা সবচেয়ে কঠিন৷ এমনভাবে চুল কাটুন যাতে অনেকগুলো লেয়ার থাকে৷ এই লেয়ারগুলো মুখের দুপাশে হালকাভাবে থাকবে৷ অ্যাঙ্গুলার লবও করতে পারেন, তাতে সামনের দিকের লেয়ারগুলো লম্বা হবে, পিছনে ছোট হয়ে যাবে৷ চুল যদি খুব কোঁকড়ানো হয়, তা হলে লেয়ারের দৈর্ঘ্য বড়ো রাখুন, সামলাতে সুবিধে হবে৷

ঢেউখেলানো চুল
ঢেউখেলানো চুলের টেক্সচার এমনই যে, ঠিকঠাকভাবে কাটতে পারলে অনেকরকম স্টাইল করা যায়৷ শীতের পার্টির উচ্ছ্বলতা গায়ে মেখে নিতে টাসলড পিক্সি কাট করে দেখতে পারেন৷ কাঁধ পর্যন্ত লম্বা বিচ ওয়েভ দেখতেও খুব ভালো লাগে৷ এই চুল স্টাইল করাও খুব সোজা৷ শুধু একটা স্ক্রাঞ্চ আর একটু হেয়ার স্প্রে! ব্যস, পুরোপুরি রেডি আপনি!

সোজা চুল
ব্যাড হেয়ার ডে নিয়ে সবচেয়ে বেশি ভোগেন সোজা চুলের মালকিনরা৷ ব্লান্ট কাটের সঙ্গে সামনের দিকে হালকা লেয়ার বা ফ্রিঞ্জ করলে চুলে বাড়তি ভল্যুম আসবে৷কাঁধ পর্যন্ত বব বা পিক্সি কাটও বেশ মানায় সোজা চুলে৷

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –