• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

প্রাক্তনকে জড়িয়ে ধরার দিন আজ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

যেকোনো সম্পর্কের শুরুতে রোমাঞ্চ থাকে। সময়ের তালে সেই উত্তেজনা কমে জায়গা করে নেয় দায়িত্ববোধ। তবে দুজনের মধ্যে বোঝাপড়ার-বিষয়গুলো যদি ক্রমশ জটিলতায় বাঁধতে থাকে সেক্ষেত্রে নতুন করে ভাবার অবকাশ দেয়। ভেঙেও যায় একপর্যায়ে! তবে সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর দিন আজ!

আজ ১০ সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল মেক–আপ ডে। আজই সাবেক প্রিয় মানুষকে নিজের বুকে আরেকবার আশ্রয় দেওয়ার দিন। ভুল যেতে পারেন তিক্ততা; কাছে টেনে নিতে পারেন কোনো কিছু চিন্তা না করেই!

সম্পর্ক ভাঙার নেপথ্যে কার কতটুকু দোষ ছিল, আপনার দায় কতটুকু, এসব ভাবনা নাহয় থাক। আগ বাড়িয়ে হাত বাড়িয়ে দিন। তিক্ত অতীত ভুলে জড়িয়ে ধরুন। জোড়া লাগানোয় মূল ভূমিকা আপনারই হোক। দেখুন না, কীভাবে শান্তিতে নিঃশ্বাস নেয়া যায়।

ভাঙা প্রেম জোড়া লাগানোর অন্যতম উপায় হচ্ছে অলোচনা। কোনো সমস্যা হলে তা নিয়ে আলোচনায় বসুন। একজন অপরজনকে কথা বলার সুযোগ দিন।কোনো বিষয়ে সমস্যা হলে তা সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন।

সম্পর্ক ভেঙে গেলেও সঙ্গীর প্রতি আপনার ভালো লাগার বিষয়গুলো নিয়ে তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। এছাড়া তার ভালো গুণের জন্য প্রশংসা করতে পারেন। এতে সঙ্গী আপনার প্রতি ইতিবাচক হবেন। এছাড়া ভাঙা সম্পর্ক জোড়া লাগবে।

সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হলে ফোনে নয়, দেখা করে কথা বলার চেষ্টা করুন। ফোন অথবা ম্যাসেজে আরো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সামনাসামনি দেখা হলে জটিল বিষয়ও সহজ হয়ে যায়। তাই ভেঙে যাওয়া সম্পর্ক ফিরিয়ে আনতে সামনাসামনি কথা বলুন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –