• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বডি লোশন কি মাখবেন মুখে?

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

বডি লোশন কি মাখবেন মুখে?                                     
শীত এলে বডি লোশনটা ব্যবহার করা হবেই। ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য বডি লোশন কার্যকর। তবে অনেকে শরীরে মাখার পাশাপাশি মুখেও বডি লোশন ব্যবহার করেন। এমনটা কি ঠিক?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, বডি লোশন মুখে ব্যবহার করলে তেমন ক্ষতি নেই। তবে ত্বকে কোনো বিশেষ সমস্যা থাকলে (ব্রণ, অ্যাকজিমা, ইত্যাদি) বডি লোশন লাগানোর পর ত্বকে জ্বালাপোড়া এমনকি অ্যালার্জিও দেখা দিতে পারে।

কিন্তু এক্ষেত্রে আপনার বডি লোশনের উপাদানগুলো একবার দেখে নিতে হবে। সচরাচর বডি লোশনে এক্সফলিয়েটিং অ্যাসিড থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। কিন্তু উচ্চ মাত্রায় থাকলে তা মুখের ত্বকের জন্য ভালো অবশ্যই নয়।

বডি লোশন মুখে মাখলে
বডি লোশন যদি মুখে মাখতেই হয়, এর ঘনত্বের দিকে খেয়াল রাখুন। মুখের ত্বকে ঘন ক্রিম মানানসই যদি না হয়ে থাকে, তাহলে ঘন লোশন ব্যবহার করাটাও হবে ভুল। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –