• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

চুল ধোয়ার সঠিক নিয়ম

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৩  

চুল ধোয়ার সঠিক নিয়ম                        
শ্যাম্পু না করলে চুল থেকে ময়লা ধুয়ে বার করা মুশকিল। তাই নিয়মিত শ্যাম্পু না করলেই নয়। কিন্তু শুধু শ্যাম্পু করলেই হল না। এই চার টোটকা জানা থাকলে চুল ধোয়ার পর আর কোনো সমস্যাই হবে না। 

চুলে তেল দিয়ে নিন
শ্যাম্পু করার দুই থেকে তিন ঘণ্টা আগে চুলে তেল দিয়ে নিন। চুলের স্ক্যাল্পে ভালো করে তেল লাগিয়ে মাসাজ করে নিন। এতে শ্যাম্পুর রাসায়নিকের কারণে গোড়া নষ্ট হয় না সহজে। নারকেল তেল ব্যবহার করলে ভালো ফল পাবেন।

মাথা মোছা
মাথা মোছার জন্য নরম তোয়ালে ব্যবহার করুন। খুব জোরে ঘষার কোনও দরকার নেই। বরং আস্তে আস্তে ঘষেই চুল মুছে নিন। জোরে জোরে চুল ঘষলে চুল উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চুলের জট ছাড়িয়ে নিন
শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিন। এটা  খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য বড় ও চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। এই ধরনের চিরুনি ব্যবহার করলে সহজেই জট হালকা হয়ে যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –