• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সুমনা হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী সুমনার হত্যাকারীর শাস্তির দাবিতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবক ও সুশীল সমাজ।

শনিবার বেলা ১১টায় বড়মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। 

এ সময় সুমনার মা প্রধান মন্ত্রীর কাছে সুমনা হত্যার বিচার দাবি করেন। 

বক্তারা হত্যাকারী রিয়াজ আহম্মেদের দ্রুত কঠোর শাস্তির দাবি করেন। সেইসঙ্গে যদি অন্য কেউ এই হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। 

পরে সেখানে ডিসি ড.কে এম কামরুজ্জামান সেলিম এসে শিক্ষার্থীদের সঙ্গে সহমত প্রকাশ করেন এবং অপরাধীর সুষ্ঠবিচারের আশ্বাস দেন। 

ডিসির কথায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। আগামীকাল বেলা ১১টায় ডিসি ও এসপির কাছে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে শিক্ষার্থীদের।

নিখোঁজের চারদিন পর ঠাকুরগাঁওয়ের পূর্ব গোয়ালপাড়া থেকে স্কুলছাত্রী সুমনার লাশ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। সুমনা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –