• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বালিয়াডাঙ্গীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির করোনা পজিটিভ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২০  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বোবরা মোড়ল হাট গ্রামের মামুনুর রশিদ (৫৫) শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে  কোন করোনা রোগী শনাক্ত হয় নি। এখন পর্যন্ত জেলায় ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে  জেলা সিভিল সার্জন অফিস ।  


রবিবার (১৯ জুলাই) রাতে ঠাকুরগাঁও  সিভিল সার্জন ডা.মাহফুজার রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ১৬ই জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উপসর্গ বালিয়াডাঙ্গী উপজেলার মামুনুর রশিদ ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ক্রনিক কিডনি ডিজিজ এবং ব্রঙ্কিয়াল  অ্যাজমা রোগে ভুগছিলেন। সেই মৃতদেহ থেকে গৃহীত নমুনার ফলাফল আজ পজিটিভ এসেছি। এনিয়ে জেলায় করোনায় মারা গেল ৩ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২১৩।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –