• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ৬ চিকিৎসক করোনায় আক্রান্ত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

গত ২ সপ্তাহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। 

আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহ্ নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা.আশরাফুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা. রেজাউল করিম শিবলু, মেডিকেল অফিসার ডা. জিপি সাহা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগীদের সেবা দিতে কিছুটা সমস্য হলেও তারা রোগীদের সেবা চালিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশনামত আমরা করোনা রোগীদের শুরু থেকেই সেবা দিয়ে যাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের হাসপাতালের সকলের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রশাসন আমাদের সার্বিক খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬৯ জন, যাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –