• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু, নতুন আক্রান্ত ৩০ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০  

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ। রবিবার সকালে নিজ বাস ভবনে মারা যান তিনি।

শনিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল বলে নিশ্চিত করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেল ১১জন।


এদিকে গত ২৪ ঘন্টায় জজ কোর্টের কর্মচারী, ট্রাফিক পুলিশ সদস্য, সার্কিট হাউসের বাবুর্চি, কলেজের অধ্যক্ষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৪ জন স্বাস্থ্যকর্মীসহ একদিনে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪৭ জনে।


শনিবার রাতে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রেরিত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও সদরের ভুল্লি কলেজের অধ্যক্ষ, জজ কোর্টের এক কর্মচারী, সার্কিট হাউসের বাবুর্চি, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, উপ সহকারী মেডিকেল অফিসার, ট্রাফিক পুলিশ সদস্যসহ ১২ জন, হরিপুর হেলথ কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪ জন স্বাস্থ্যকর্মীসহ ৮ জন, বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬ জন এবং পীরগঞ্জে এনজিও কর্মী ও হেলথ কমপ্লেক্সের কর্মচারীসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ১৫ আগস্ট পর্যন্ত সদরে ৩২৪ জন, হরিপুরে ৭১ জন, পীরগঞ্জে ৬০ জন, রাণীশংকৈলে ৭৬ জন ও বালিয়াডাঙ্গীতে মোট ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩০৬ জন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –