• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হরিপুরে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ৭ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রণহাট্টা চৌরঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিকা প্রদান ক্যাম্পেইনটির উদ্বোধন করেন হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রব্বানী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান মনি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদাত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –