• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পীরগঞ্জে আগাম ধান কাটা শুরু 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগাম ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চা গ্রামে ইউএনও রেজাউল করিম কৃষক রবীন্দ্র নাথের এক বিঘা জমির ব্রিধান-৯০ কাটার মধ্য দিয়ে আগাম ধান কাটা শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপসহকারী কৃষি অফিসার পঙ্কজ কুমার রায় প্রমুখ।

স্থানীয় কৃষকরা জানান, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় উত্তরাঞ্চলের মঙ্গা দূর করা সম্ভব হয়েছে। কৃষিক্ষেত্রে সরকারের প্রণোদনা কৃষকদের চূড়ান্ত উপকারে আসছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।

ইউএনও রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের কৃষি বিপ্লবের কারণে এ অঞ্চলে মঙ্গা মোকাবিলা করা সহজ হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –