• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম ও নাজির উদ্দিন নামে দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছে। রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার মশানডাঙ্গী গ্রামের আব্দুল মজিদের ছেলে ও নজির উদ্দিন হরিপুর উপজেলার বকুয়া গ্রামের ধাকু মোহাম্মদের ছেলে। 

মঙ্গলবার ভোরে সীমান্তের ৩৬৭ পিলারের মানিকখারি এলাকায় দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের কোয়ালীগড় ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আওরঙ্গ জেব এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও নাজির উদ্দিনসহ কয়েকজন অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রবিউল মারা যান, আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে নাজির উদ্দিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা যায়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –