• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পীরগঞ্জে সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপায় শ্রমিক নিহত 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেপটিক ট্যাংক নির্মাণের সময় মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল শনিবার দুপুরে উপজেলার শান্তিবাগ সূর্যোদয় মাঠের পাশে এ ঘটনা ঘটে। নিহত কান্ত রায় একই উপজেলার তরলা গ্রামের দীপ্তি রায়ের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শান্তিবাগ এলাকার নুকূল চন্দ্র রায়ের পাঁচতলা নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের মাটি খুঁড়ছিলেন পাঁচ শ্রমিক। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই কান্ত রায় নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. সঞ্চিতা সাহা বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –