• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁয়ে ইউএনও পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মে ২০২১  

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে এক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে ইউএনও পরিচয়ে টাকা আদায়ের চেষ্টা দুই প্রতারকের। ভুক্তভোগী মৃত রাম শরণ ভক্তের ছেলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত।

মোবাইল ফোনের মাধ্যমে প্রতারকের খপ্পরে পরে হেনস্ত হয়ে অবশেষে বুঝতে পারেন তাকে নিয়ে ফাঁদ পাতা হয়েছে অর্থ আত্মসাতের জন্য। উপজেলার এ বীর মুক্তিযোদ্ধা জানান, অচেনা দুটি মোবাইল নম্বর থেকে ফোন আসে আমার কাছে। একজন ইউএনও অপরজন ব্যাংক কর্মকর্তা। নানান কথার অবসান ঘটিয়ে মোবাইলের নগদ মাধ্যমে দাবি করেন ৪২ হাজার ২০০ টাকা। এ টাকা মোবাইলে পরিশোধ করলেই পেয়ে যাবেন বেশ মোটা অংকের টাকা।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বসে বাড়িতে টিভি দেখছিলেন এ বীর মুক্তিযোদ্ধা। ইউএনও পরিচয়ে ফোন দেন এক প্রতারক। বলেন মুজিবর্ষ উপলক্ষে আপনার জন্য একটি অনুদান এসেছে ২ লাখ ৭৫ হাজার টাকা। শুরুটা এভাবে হলেও প্রতারণার জাল পেতে সোনালী ব্যাংকের জিএম পরিচয়ে মোবাইল ফোনে আরেক প্রতারক একই কথা বলে মুক্তিযোদ্ধার সঙ্গে। টাকা পাইয়ে দিতে বিনিময়ে টাকা দিতে হবে মোবাইলে নগদ মাধ্যমে। 

যদিও দু'জন কর্মকর্তার ফোন পেয়ে বিচলিত হয়ে উঠেন তিনি, তবুও মনে সন্দেহ বাসা বাধে। বুঝতে পারেন অপর প্রান্তে থাকা দুই ব্যক্তিই প্রতারক। কোনোমতে এ মোবাইল ফাঁদ থেকে বেঁচে যান ওই মুক্তিযোদ্ধা। হাফ ছেড়ে ছুটে আসেন রাণীশংকৈল নির্বাহী কর্মকর্তার অফিসে। 

প্রতারকের বিষয়টি ইউএনওকে জানান, বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানানো হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবহিত করেছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –