• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। গতকাল মঙ্গলবার (২২ জুন) সকালে সাবেক জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিমের কাছে নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাগত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

নবাগত জেলা প্রশাসক বলেন, আমি জেলার সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সকলে একযোগে জেলার জন্য কাজ করে যাব। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। 

তিনি বলেন, করোনাভাইরাসে ঠাকুরগাঁও জেলার অনেকে আক্রান্ত হয়েছে। শুধু ঠাকুরগাঁও নয়, সারাদেশে এই ভাইরাসের ফলে অনেকে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন। তাই আমি বলতে চাই, আমাদের সকলকে সচেতন হতে হবে। নিজেরা সচেতন থাকলে করোনা প্রতিরোধ করা সম্ভব।

এর আগে ৩১ মে (সোমবার) বিকেলে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।

এ ছাড়া সাবেক জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –