• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় আ’লীগ নেতাসহ ৭জনের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ঠাকুরগাঁওয়ে  আওয়ামীলীগ নেতা আলী হোসেন ও স্কুল শিক্ষক ইয়াদুর রহমান সহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০ জন, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জন রয়েছে। মৃত্যু হয়েছে সাত জনের।’

সিভিল সার্জন আরও বলেন, ‘এ জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।’

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭শ ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –