• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পীরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ইসহাক আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জুলাই) সকালে ওই ব্যবসায়ীর মরদেহ তার বাসার সামনে রেখে যায় দুর্বৃত্তরা।

এর আগে সোমবার রাতে ব্যবসায়ী নিজ দোকান থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।

নিহত ইসহাক আলী উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই পশ্চিম পাড়া এলাকার মৃত শামসুল হোসেনের ছেলে। তিনি পীরগঞ্জে বিকাশ ও প্রসাধনীর ব্যবসা করতেন।

থানা পুলিশ জানায়, সোমবার রাতে কাজ শেষে নিজ দোকান থেকে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ইসহাক। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাসার পাশে তার মরদেহ রেখে চলে যায়। পরে সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় বাসার পাশেই ইসহাকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত ইসহাক আলীর হাতে, পায়ে, মাথায় ও গলায় কোপের চিহ্ন রয়েছে। পরিবারের স্বজনরা বলছেন, তার কাছে দোকানের ব্যবসার টাকা ছিল। সেগুলো ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, সকালের দিকে ব্যবসায়ীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –