• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি       

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শোক র‌্যালি বের করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন গুলো। 

রবিবার সকালে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। 

বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। পরে একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আ’লীগ, পৌর আ’লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেন করা হয়। 

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বঙ্গন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –