• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

জনপ্রশাসন পদক-২০২০ পাওয়ায় ঠাকুরগাঁওয়ে ইউএনওকে সম্মাননা 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

জনপ্রশাসন পদক-২০২০ পাওয়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। আজ শনিবার দুপুরে উপজেলা কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি রেজাউল করিম প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, রিপোর্টার্স ইউনিটির সকল সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সময়মত সরকারের উন্নয়ন, সমস্যা ও অসহায় মানুষের কথা তুলে ধরায় আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছি কাজ করার।

তিনি আরও বলেন, দীর্ঘ তিন বছর আমি এ জেলায় কর্মরত ছিলাম। এ জেলার মানুষ অত্যন্ত আন্তরিক। আর সেকারণেই সদরের উন্নয়নে প্রতিটি কাজ দ্রুত সময়ে করা সম্ভব হয়েছে। ভাল কাজ ও আপনাদের ভালবাসায় জনপ্রশাসন পদক-২০২০ পেয়েছি। সেই সাথে প্রমোশনও হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –