• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে মাদক নির্মূলে মতবিনিময় সভা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১  

মাদক নির্মূলের জন্য আইনশৃংখলা কমিটি, বিট পুলিশিংয়ের কর্মকর্তাদের সাথে আদিবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শহরের সাওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, এসআই মাফরুজা বেগম, পুলিশ সদস্য মুন্না সরকার, বিপ্লবী বেগম, ইসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্ণা বেগম, ফকিরপাড়া কমিউনিটির হরিজন নেতা বেবী দাস, আদিবাসী নেতা সুমন বেসরা, সিকিম পাহান, বিজু মারডি প্রমুখ।

সভায় মাদক নির্মূলের লক্ষ্যে আদিবাসী নেতারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও মাদক নির্মূলে আদিবাসী নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –