• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দ্রুতযান এক্সপ্রেস থেকে দ্রুত নামতেই কাটা পড়ল ২ পা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে দ্রুত সময়ে স্টেশনে নামতে গিয়ে কাটা পড়ে রফিক (৫০) নামের এক যাত্রীর দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্লাটফর্মে ট্রেনটি থামার আগেই দ্রুত সময়ে নামতে গিয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সহরাব হোসেন সুজন। ট্রেনে পা কাটা যাওয়া রফিক (৫০) হরিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

স্টেশন মাস্টার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে সেই যাত্রী এসেছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুত সময়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –