• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১  

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহত মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম (৩৭) সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়সাফেলা গ্রামের প্রয়াত আলাউদ্দীনের ছেলে। আহত সমারু উদ্দীন একই গ্রামের দানার উদ্দীনের ছেলে।

প্রত্যেক্ষদর্শীর বরাতে ওসি তানভীরুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিরহাট এলাকায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য বন্ধু সমারু উদ্দীনকে ডেকে নেয় আশরাফুল ইসলাম। এরপর তারা দুজন মিলে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অতিক্রম করে পশ্চিম দিকে বাড়িতে ফিরছিলেন। ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্রই ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান ঐ মোটরসাইলকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন নিহত আশরাফুল ইসলাম ও আহত বন্ধু সমারু উদ্দীনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত সমারু উদ্দীনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –