• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

রাণীশংকৈলে ছেলের মৃত্যুর এক ঘণ্টার পর মায়েরও মৃত্যু 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছেলের মৃত্যুর এক ঘণ্টার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়েরও মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার বলিদ্বারা গ্রামের ক্লিনিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ক্লিনিকপাড়ান এলাকার মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও তার ছেলে আব্দুল কাদের (৩২)।

স্থানীয়রা জানান, আব্দুল কাদের নিজের পানির পাম্পে ফসলি জমিতে পানি নিতে যান। কিন্তু দুর্ঘটনাবশত পানির পাম্প আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। এতে টিউবলের পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল কাদের মারা যান। ঘণ্টাখানেক পরে আব্দুল কাদেরের মা আফরোজা বেগম ও তার নাতি পাম্পের ঘরে গিয়ে কাদেরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ ছেলেকে স্পর্শ করা মাত্রই মা আফরোজা ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তারা আরো জানান, বাবা ও দাদিকে মারা যেতে দেখে শিশুটি স্থানীয়দের খবর দেয়। এতে স্থানীয়রা মা ও ছেলের মরদেহ দেখে পুলিশকে অবহিত করেন। পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

রানিশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় থানায় একটি ইউডি মামলা করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –