• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ের ধানক্ষেতে যুবকের লাশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আলিফ (২০) রানীশংকৈল উপজেলার ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

আলিফের বাবা শহিদুল ইসলাম জানান, আলিফ গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। তাকে আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

শনিবার দুপুরে ধান কাটতে গিয়ে ক্ষেতে শ্রমিকরা আলিফের লাশ দেখে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে আলিফের লাশ শনাক্ত করে।

রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ‘আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে।’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –