• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচ-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-পীরগঞ্জ সড়কে নৈশ কোচ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাফেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাফেদা বেগম জেলার হরিপুর উপজেলার বকুয়া বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। একই ঘটনায় নবীন চন্দ্র নামে একজন আহত হয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচটি রানীশংকৈল যাচ্ছিল। অপরদিকে অটোরিকশাটি যাচ্ছিল পীরগঞ্জের দিকে। আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে পৌঁছার পর যান দুটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার যাত্রী সাফেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র। গুরুতর আহত নবীন চন্দ্রকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –