• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নিথর হলেন ছোট ভাই

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাসির উদ্দীন। ৫০ বছর বয়সী নাসির উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে ভেটনা গ্রামে পারিবারিক বসতভিটার জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাই আফসার আলীর সঙ্গে ছোট ভাই নাসিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নাসিরের মাথায় আঘাত করেন আফসার আলী।

আহত অবস্থায় নাসিরকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথে নাসির মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আফসার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –