• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে ছাপাখানা, কর্মীদের ব্যস্ততা ১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: ওবায়দুল কাদের

হরিপুরে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২২  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৮ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত ১টার দিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নির্দেশনায় উপজেলার তারবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল হাতেনাতে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী রুবেল হরিপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানন্দপুর হাটপুকুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, হরিপুর থানার এস আই আবু ঈশা ও রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল হাতেনাতে আটক করেন। সঙ্গে থাকা একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার সকালে রুবেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –