• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল দুই মামার, হাসপাতালে ভাগনি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২২  

ঠাকুরগাঁওয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে সুজন ও দেলোয়ার নামে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামে। তারা একই গ্রামের দায়মুল ইসলামের ছেলে সুজন ও আফাজের ছেলে দেলোয়ার। দুজন সম্পর্কে চাচাতো ভাই। 

প্রতিবেশী মিজানুর রহমান জানান, সুজন ও দেলোয়ার সম্পর্কে চাচাতো ভাই। দেলোয়ার ও তার ভাগনি ঢাকা থেকে সকালে বালিয়াডাঙ্গী আসেন। মোটরসাইকেল নিয়ে তাদেরকে বাসায় আনতে বালিয়াডাঙ্গী যান সুজন। বাসায় আসার পথে এ ঘটনা ঘটে। সুজন ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে রংপুর মেডিকেলে নেয়ার পথে দেলোয়ার মারা যান। 

আরো পড়ুন: নিখোঁজের পর প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা-ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গাড়িতে ঢাকা থেকে আসেন দেলোয়ার ও তার ভাগ্নি। তাকে বাইক যোগে বাসায় নিতে আসেন সুজন। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সুজন।

অন্যদিকে আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –