• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক অসহায় ভূমিহীনদের মাঝে ঈদ উপহার গৃহ প্রদান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসক হলরুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর বকুল প্রমূখ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৩য় ধাপে ঠাকুরগাঁও জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে মোট ২৬১২টি গৃহহীন পরিবার। তার মধ্যে মোট ১৪৬৬টি পরিবারের কাছে এই ঈদে ঈদ উপহার হিসেবে ঘর তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও ঠাকুরগাঁও জেলায় গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ২২২.৭০ একর খাঁস জমি বিভিন্ন ভাবে দখল হয়ে থাকায় দখল মুক্ত করা হয়। ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪৯ কোটি টাকার বেশি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –