• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২২  

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার সকলে সদর উপজেলার নারগুন ও সালন্দর ইউপিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, জেলায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে এই ত্রাণের আওতায় আনা হচ্ছে।  খাদ্য সামগ্রীর মধ্যে আছে ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, আয়োডিন যুক্ত লবণ ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার এবং হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফল ও ফসল।

সদর উপজেলার আকচা, নারগুন, বেগুনবাড়ী, ইয়াকুবপুর, সালন্দরসহ ২৫টি এলাকার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ ঝড়ে কাঁচা বাড়িসহ বড় বড় গাছপালা উপড়ে পড়ে যায়। বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

কৃষি বিভাগ বলছে, কালবৈশাখী ঝড়ে পাকা ধান, ভুট্টা মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া আম, লিচু, কলাসহ বিভিন্ন ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –