• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পীরগঞ্জে ১৯ কঙ্কাল চুরির মামলায় কবর খুঁড়ে লাশ যাচাইয়ের নির্দেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

পীরগঞ্জে ১৯ কঙ্কাল চুরির মামলায় কবর খুঁড়ে লাশ যাচাইয়ের নির্দেশ                  
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সম্প্রতি কবর থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর এসব কবর খুঁড়ে লাশ যাচাইয়ের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে এসব কবর খুঁড়ে লাশ যাচাই করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজির।

তিনি বলেন, এটি একটি নজিরবিহীন ঘটনা। তাই আদালতের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক ও ইমামের উপস্থিতিতে কবর খুঁড়ে লাশ যাচাই করেছে তদন্ত কমিটি। তবে এখনো প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।

২৯ জুলাই রাতে পীরগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরি হয়। এ ঘটনায় মামলার পর তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে প্রতিটি কবর খুঁড়ে লাশ যাচাই করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই মোহাম্মদ গাবুর বলেন, আদালতের নির্দেশে ১৯টি কবর খুঁড়ে দেখা হচ্ছে কয়টা কঙ্কাল চুরি হয়েছে, কীভাবে চুরি হয়েছে। দ্রুতই এর প্রতিবেদন পাওয়া যাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –