• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান                           
ঠাকুরগাঁওয়ে  শহরের চৌরাস্তা ও এর আশপাশ এলাকার  ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার থেকে দুপুর পর্যন্ত সদর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তানজিলা তাসনিম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন   সদর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  তানজিলা তাসনিম   ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফুটপাতে মালামাল রেখে হোটেল পরিচালনা করা ও ভ্রাম্যমাণ আদালতের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাথে খারাপ আচরণের জন্য গাওসিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক ওয়াসিম আকরামকে ২ দিনের জেল  প্রদান করেন। 

এ ছাড়াও ফুটপাত দখল করে সাইনবোর্ড  লাগানোর কারণে কয়েকটি সাইনবোর্ড,পিলার , জেনারেটর  জব্দ করা হয়। এ সময় দোকানের মালামাল ফুটপাতে রেখে  জনদুর্ভোগ সৃষ্টি করায় শহরের দোকানদারদের সতরর্ক করেন এবং মালামাল ফুটপাতে না রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত । 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য কেউ ফুটপাত দখল করে রাখলে তার বিরুদ্ধে কঠো ব্যবস্থা নেয়া হবে।    

প্রশাসনে এমন উদ্যোগে খুশি জেলা বাসী । সচেতন মহল মনে করেন এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন । 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –